আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তৃণমূল সাংসদ দেব, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় পেসার মহম্মদ সামি ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার মোহনবাগান কর্তা টুটু বসুর নামেও হিয়ারিং নোটিস পাঠানো হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, টুটু বসু ও তাঁর পরিবারের সদস্যদের ১৯ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি থাকলেই পরিচিতি নির্বিশেষে নোটিস পাঠানো হচ্ছে। তবে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই পদক্ষেপকে বিজেপি ও কমিশনের চাপে বাঙালিদের হেনস্থা বলে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।