আমুদরিয়া নিউজ : প্রাক্তন উপরাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজের বাড়ির শৌচাগারে যাওয়ার সময় তিনি দু’বার জ্ঞান হারান। তাঁর বয়স ৭৪ বছর। চিকিৎসকেরা এমআরআই সহ আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করবেন। সোমবার নিয়মিত চেকআপের জন্য এইমসে গেলে তখনই তিনি অজ্ঞান হওয়ার কথা চিকিৎসকদের জানান এবং এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। উল্লেখ্য, অতীতেও কয়েকবার সরকারি অনুষ্ঠানে তিনি জ্ঞান হারিয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগেই উপররাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।