আমুদরিয়া নিউজ : জার্মানি ঘোষণা করেছে যে ভারতীয় নাগরিকদের জার্মান বিমানবন্দরে ট্রানজিট করার জন্য ট্রানজিট ভিসা লাগবে না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎসের প্রথম ভারত সফরের সময় সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে ভারতীয় যাত্রীরা ইউরোপ বা অন্য দেশে যাওয়ার পথে জার্মানির আন্তর্জাতিক ট্রানজিট এলাকায় ভিসা ছাড়াই যাত্রাবিরতি করতে পারবেন। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তের জন্য চ্যান্সেলর মার্ৎসকে ধন্যবাদ জানান এবং বলেন, এই পদক্ষেপ ভারত ও জার্মানির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে।