আমুদরিয়া নিউজ : গোয়ায় প্রাক্তন নৌসেনা প্রধান ও ১৯৭১ সালের যুদ্ধের পর বীরচক্রপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণ প্রকাশকে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় শুনানির নোটিস পাঠানো নিয়ে বিতর্কের পর সোমবার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তাঁর জমা দেওয়া এনুমারেশন ফর্মে আগের SIR সংক্রান্ত একাধিক তথ্য উল্লেখ ছিল না। যেমন— ভোটারের নাম, EPIC নম্বর, আত্মীয়ের নাম, বিধানসভা কেন্দ্র ও পার্ট নম্বর। ফলে ফর্মটি ‘আনম্যাপড ক্যাটেগরি’-তে পড়ে যায় এবং নিয়ম মেনেই স্বয়ংক্রিয়ভাবে শুনানির নোটিস জারি হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রক্রিয়াগত বিষয়। উল্লেখ্য, একই ধরনের কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও আগে নোটিস পাঠানো হয়েছিল।