আমুদরিয়া নিউজ : বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা ও পিডিএসের অন্যতম প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড। রবিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর প্রয়াণে বাংলার বাম রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় সমীর পুততুণ্ড সিপিএমের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেন। সংগঠক হিসেবে পরিচিত এই নেতা একসময় দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএম জেলা সম্পাদক ছিলেন। তবে দলের নীতি ও রাজনৈতিক দিশা নিয়ে মতপার্থক্যের জেরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তিনি সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে গড়ে তোলেন পিডিএস। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর রাজনৈতিক সক্রিয়তা বিশেষভাবে নজর কাড়ে। নির্বাচনী সাফল্য সীমিত হলেও আদর্শগত অবস্থানে অনড় ছিলেন তিনি। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে আমি নিজের কাউকে হারালাম।”
প্রয়াত হলেন পিডিএসের অন্যতম প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড
Leave a Comment