আমুদরিয়া নিউজ : ইরানে চলমান অস্থিরতায় দুই সপ্তাহে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন এইচআরএএনএ (HRANA)। সংগঠনটির তথ্যমতে, নিহতদের মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০,৬০০–এর বেশি মানুষ। সরকারিভাবে ইরান এখনো কোনো মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। মূলত অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে রূপ নেয়। পরিস্থিতি ঘিরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। পালটা ইরান সতর্ক করে বলেছে, আমেরিকা আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্যবস্তু হবে।