আমুদরিয়া নিউজ : মুম্বই পুরসভা নির্বাচনের আগে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ইস্তাহার প্রকাশ করে বলেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হবে। তাঁর দাবি, আইআইটি-র সহায়তায় একটি বিশেষ এআই টুল তৈরি করা হবে, যা মুম্বইয়ে বসবাসকারী অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে প্রশাসনকে সাহায্য করবে। ফড়নবিশ বলেন, “মুম্বইকে বাংলাদেশি ও রোহিঙ্গামুক্ত করা আমাদের লক্ষ্য।” যদিও এই অনুপ্রবেশ সংক্রান্ত কোনও নির্দিষ্ট সরকারি তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবু ইস্তাহারে এই বিষয়টিকে বড় প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছে।