আমুদরিয়া নিউজ : কাশী তথা বারাণসী ও তামিলনাড়ুর মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক আরও দৃঢ় করতে বারাণসীর স্কুল ও কলেজে নিয়মিত তামিল ভাষার ক্লাস চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কাশী তামিল সঙ্গমম’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গভর্নমেন্ট কুইন্স কলেজের ছাত্রী পায়েল প্যাটেলের স্বল্প সময়ে তামিল শেখার প্রশংসা করেন। এর পরেই কলেজ কর্তৃপক্ষ প্রতিদিন সন্ধ্যায় তামিল ক্লাস শুরু করার পরিকল্পনা করেছে। অনলাইনে ক্লাস নিতে সম্মত হয়েছেন তামিল ভাষার শিক্ষিকা সন্ধ্যা কুমার সাই। পাশাপাশি বারাণসী থেকে প্রায় ৫০ জন শিক্ষককে তামিলনাড়ুতে পাঠিয়ে হিন্দি পড়ানোর প্রস্তাবও বিবেচনাধীন। এই কর্মসূচির মাধ্যমে ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও জাতীয় সংহতি জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।