আমুদরিয়া নিউজ : আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি সহজ করতে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। তিনি জানান, ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তার জন্য আইএমএফ-এ আটকে থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের সমমূল্যের স্পেশাল ড্রইং রাইটস ব্যবহারের সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বেসেন্ট বলেন, আমেরিকার সরকার এমন ব্যবস্থা খতিয়ে দেখছে যাতে জাহাজে সংরক্ষিত ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ দেশে ফিরিয়ে আনা যায় এবং তা সরকার পরিচালনা, নিরাপত্তা ও জনসেবামূলক কাজে ব্যয় করা সম্ভব হয়। তিনি আরও জানান, ভেনেজুয়েলার বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক হওয়ার কথা রয়েছে।