আমুদরিয়া নিউজ : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম সাধারণ নির্বাচন আহ্বান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টির নেতা হিরোফুমি ইয়োশিমুরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তিনি ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা বিবেচনা করছেন। অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভোটারদের মুখোমুখি হতে পারেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকাইচি। ক্ষমতায় এসে তিনি উচ্চ জনসমর্থন পেয়েছেন। চিনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ডানপন্থীদের সমর্থন বাড়ালেও বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। বিরোধীরা বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে চলতি অর্থবছরের বাজেট পাস কঠিন হয়ে পড়বে। তাকাইচির ৭৮৩ বিলিয়ন ডলারের ব্যয় প্রস্তাব ও প্রণোদনা কর্মসূচি এতে বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি চিনের সঙ্গে বাণিজ্য বিরোধও জাপানের অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।