আমুদরিয়া নিউজ : ইরানে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে। শুক্রবার নতুন করে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয়। আন্দোলন দমনে কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে অন্তত ৫০ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আটক হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের নাশকতাকারী বলে আখ্যা দিয়ে বলেন, সরকার কোনো অবস্থাতেই পিছু হটবে না। ২৮ ডিসেম্বর আন্দোলন শুরুর পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য। তিনি বিদেশি শক্তির ইন্ধনে বিক্ষোভ চলছে বলেও অভিযোগ করেন। ইরানের মুদ্রার আকস্মিক পতনের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক সংস্কার ও শাসনব্যবস্থার অবসানের দাবিতে রূপ নেয়। তেহরান, মাশহাদ, তাবরিজ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।