আমুদরিয়া নিউজ : কলকাতার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করল লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা। বৃহস্পতিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আচমকাই তল্লাশি শুরু করে আই-প্যাকের সঙ্গে যুক্ত প্রতীক জৈনের বাসভবনে। তল্লাশির সময় প্রতীক জৈন বাড়িতেই ছিলেন বলে জানা যায়। দীর্ঘক্ষণ ধরে নথি খতিয়ে দেখা হয় এবং একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। এই অভিযানের খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কিছুক্ষণ পরে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ঘরে ঢুকে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং বেরিয়ে আসার সময় তাঁর হাতে একটি সবুজ ফাইল দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে রাজনৈতিক চাপ তৈরির জন্যই এই অভিযান। অন্যদিকে, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের সূত্রেই এই তল্লাশি।