আমুদরিয়া নিউজ : রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে সমর্থন জানিয়েছেন আমেরিকার রাষত্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার কংগ্রেসে উত্থাপিত একটি নিষেধাজ্ঞা বিলকে তিনি এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যে দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখবে, তাদের ওপর আমেরিকা উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। এতে ভারত ও চিনের মতো বড় তেল আমদানিকারক দেশগুলোর নাম বিশেষভাবে উঠে এসেছে। প্রয়োজনে এসব দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাত থেকে আসা আয়ের পথ সংকুচিত করা।