আমুদরিয়া নিউজ : নির্বাচনী কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় এবার শুনানির নোটিস পাঠানো হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছে। বিষয়টি সামনে এনে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে এভাবে শুনানিতে ডাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একই সঙ্গে তিনি জানান, ক্রিকেটার মহম্মদ শামি ও অভিনেতা দেবও নোটিস পেয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নামের বানানগত ত্রুটির কারণে অমর্ত্য সেনকে নোটিস পাঠানো হয়। কমিশন সূত্রে খবর, বিএলও অর্মত্যবাবুর বাড়িতে যাবেন। সেখানেই ওঁর এসআইআর-এর শুনানি হবে।