আমুদরিয়া নিউজ : সোমবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের চারটি গ্রামে উচ্ছেদের নির্দেশ জারি করার পর সেখানে হামলা শুরু করে। সেনাবাহিনীর দাবি, এসব এলাকায় হিজবুল্লাহ ও হামাসের সামরিক পরিকাঠামো রয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র জানান, পূর্ব লেবাননের বেকা উপত্যকার হাম্মারা ও আইন এল-তিনেহ এবং দক্ষিণের কাফর হাত্তা ও আনান গ্রামে পরিকল্পিত হামলা চালানো হবে। ২০২৪ সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটায়। তবে যুদ্ধবিরতির পরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এদিকে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাড়তি চাপের মুখে রয়েছে। লেবাননের আশঙ্কা, হিজবুল্লাহর অস্ত্র দ্রুত বাজেয়াপ্ত করতে বাধ্য করার উদ্দেশ্যে ইসরায়েল দেশজুড়ে হামলা আরও তীব্র করতে পারে।