আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাবিত ১৬৭০ কোটি টাকার গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু চালু হলে সাগরদ্বীপে যাতায়াতের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে রাজ্য প্রশাসনের দাবি। বর্তমানে ফেরিই সাগরদ্বীপে যাওয়ার একমাত্র ভরসা, যা বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন সেতু নির্মিত হলে সারা বছর নির্বিঘ্নে সড়ক যোগাযোগ সম্ভব হবে। এর ফলে তীর্থযাত্রীদের যাত্রা যেমন সহজ হবে, তেমনই পর্যটন, বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প সুন্দরবন এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।