আমুদরিয়া নিউজ : শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়ে দাবি করেছেন, যেসব ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, কাউন্সিলর প্রার্থীরা একতরফা জয়ী হয়েছেন, সেখানে পুনরায় নির্বাচন করা হোক। তিনি বলেন, একতরফা নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের মূল ধারণার পরিপন্থী, এবং এতে ভোটারদের মতামত প্রকাশের সুযোগ পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন তার এই দাবির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।