আমুদরিয়া নিউজ : মায়ানমারে সামরিক জুন্টা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ফল প্রকাশ পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সেনা–সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (USDP) অধিকাংশ নির্বাচিত আসনে এগিয়ে রয়েছে। জুন্টা প্রশাসনের দাবি, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫২ শতাংশ। তবে এই নির্বাচনকে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। তাদের মতে, বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের নিষিদ্ধ বা কারাবন্দি করে আয়োজিত এই ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু নয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন, যা মূলত সামরিক শাসনের বৈধতা প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।