আমুদরিয়া নিউজ : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক রাজনৈতিক কর্মসূচি থেকে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে বহু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
এদিন মঞ্চে কয়েকজন সাধারণ মানুষকে তুলে এনে তাঁদের সমস্যার কথা শোনান অভিষেক। তাঁর বক্তব্য, এই ধরনের কাজ সরাসরি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার শামিল। নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই তৃণমূলের মূল লক্ষ্য। ভোটের আগে এই ইস্যুতে তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট ও আক্রমণাত্মক হবে বলে ইঙ্গিত দেন তিনি।