আমুদরিয়া নিউজ : টলিপাড়ায় বাড়তে থাকা সাইবার অপরাধ ও অনলাইন হেনস্থার বিরুদ্ধে এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন চলচ্চিত্র জগতের পরিচিত মুখরা। বৃহস্পতিবার লালবাজারে যান অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত। তাঁদের সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা। ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তও উপস্থিত ছিলেন।
শিল্পীদের অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ প্রচার, ভুয়ো রিভিউ ও রেটিং কমানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অভিনেতা-পরিচালকদের ব্যক্তিগতভাবে অনলাইন হুমকি ও কুৎসিত মন্তব্যের মুখে পড়তে হচ্ছে। এই সব বিষয় নিয়ে তাঁরা কলকাতা পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। সাইবার অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। টলিপাড়ার এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।