আমুদরিয়া নিউজ : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার দাবি, নোভগোরোদ অঞ্চলে পুতিনের ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে ইউক্রেন স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনো অভিযান তারা চালায়নি। ইউরোপীয় ইউনিয়নের একাধিক কূটনীতিকও বলেছেন, হামলার পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তাদের মতে, এটি রাশিয়ার একটি বিভ্রান্তিমূলক প্রচার, যার উদ্দেশ্য চলমান যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনার দিক ঘুরিয়ে দেওয়া।