আমুদরিয়া নিউজ : মায়ানমারের সামরিক সরকার জানিয়েছে, তাদের আয়োজিত প্রথম পর্যায়ের জাতীয় নির্বাচনে প্রায় ৫২ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এই নির্বাচন দেশের উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলা হবে।” তবে, বিরোধী দলগুলোর অভিযোগ, এই নির্বাচন অবৈধ এবং এটি সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ও অশান্তির খবর পাওয়া গেছে। তাঁর সঙ্গে মায়ানমারের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর দমন-পীড়ন ও হিংসার ঘটনা ঘটেছে, যা নির্বাচনের বৈধতা নিয়ে আরও সন্দেহ তৈরি করছে।