আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডের চমোলি জেলায় একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতরে দুটি লোকোমটিভ ট্রেনের সংঘর্ষে প্রায় ৬০ জন শ্রমিক ও কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে, যেখানে টানেলের ভিতরে কর্মী ও নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য ছোট ট্রেন ব্যবহার করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি ট্রেনে শ্রমিকরা ছিলেন, অন্যটি নির্মাণ সামগ্রী বহন করছিল। সংঘর্ষের পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয় এবং সব কর্মীকে নিরাপদে বাইরে আনা সম্ভব হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।