আমুদরিয়া নিউজ : রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু মঙ্গলবার উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন এবং শিক্ষিত ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন যাতে বিভিন্ন সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধা পেতে তারা জনগণকে সহায়তা করেন। তিনি বলেন, সমাজের শেষ ব্যক্তির কাছেও যাতে উন্নয়নের সুফল পৌঁছায়, তা নিশ্চিত করতে কেন্দ্র উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তিনি ঝাড়খণ্ডের গুমলা জেলায় অনুষ্ঠিত আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহ-কার্তিক যাত্রায় ভাষণ দিচ্ছিলেন, যেখানে মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন।