আমুদরিয়া নিউজ : বিহারের জামুই জেলার আসানসোল ডিভিশনের লাহাবন ও সিমুলতলা স্টেশনের মধ্যে শনিবার রাতে একটি মালগাড়ির ৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ার কারণে হাওড়া-পাটনা-দিল্লি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে প্রায় দুই ডজন ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।