আমুদরিয়া নিউজ : গুজরাটের ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র সর্বমঙ্গল সেন্টার অফ এক্সেলেন্স ফর উইমেন উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কেন্দ্রের মূল লক্ষ্য গ্রামীণ ও উপজাতি অঞ্চলের নারীদের ক্ষমতায়ন করা। প্রায় ১১ একর জমির উপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, জীবিকা প্রশিক্ষণ, স্বনির্ভরতা ও নেতৃত্ব গঠনের সুযোগ তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার বলেছেন, নারীরা প্রমাণ করেছেন যে যখনই তাঁরা সমান সুযোগ পান, তখন তাঁরা পুরুষদের মতোই বা এমনকি তাদের চেয়েও ভালো কাজ করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাঁদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে। প্রসঙ্গত, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।