আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের ৫৮.২০ লাখ বাদ পড়া ভোটারের মধ্যে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা আছে, তা স্পষ্ট করতে হবে। তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে এই নামগুলো সরানো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে আক্রমণ করার একটি পদক্ষেপ। এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তার মধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটারদের নামও রয়েছে। তবে, বিরোধী দলগুলো দাবি করছে যে, বিজেপির অভিযোগের তুলনায় বাদ পড়া “ভুয়া ভোটার” সংখ্যা অনেক কম। টিএমসি নেতার মতে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে যতজনের নাম বাদ গেছে, তা বিজেপির ১ কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি ভোটারের দাবি অনুযায়ী অনেক কম।