আমুদরিয়া নিউজ : আমেরিকা গিয়ে যুদ্ধ থামানোর জন্য ফের আবলোচনায় বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার আগে শনিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির লক্ষ্যে ২০ দফা শর্ত রেখেছেন। তাতে বলা হয়েছে, যদি দুই দেশ এটি মানে তা হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অন্যদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চল থেকে পিছু হটবে। ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার কথা ট্রাম্পের।