আমুদরিয়া নিউজ : শুক্রবার থেকে ট্রেনের যাত্রী ভাড়া বাড়ল। ভারতীয় রেলের নতুন ভাড়া কাঠামো আজ থেকেই কার্যকর হয়েছে। এই ভাড়া বৃদ্ধি মূলত দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শহরতলি ট্রেন ও মাসিক সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ভাড়া অপরিবর্তিত থাকছে। কিন্তু ২১৬ থেকে ৭৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ৫ টাকা, ৭৫১ থেকে ১২৫০ কিলোমিটারে ১০ টাকা, ১২৫১ থেকে ১৭৫০ কিলোমিটারে ১৫ টাকা এবং ১৭৫১ থেকে ২২৫০ কিলোমিটারে ২০ টাকা অতিরিক্ত দিতে হবে।
মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি এবং এসি কোচে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বেড়েছে। ফলে দীর্ঘ যাত্রায় যাত্রীদের খরচ কিছুটা বাড়বে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা উন্নয়ন ও পরিচালন খরচ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।