আমুদরিয়া নিউজ : আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো বড়দিনের রাতে বৃহস্পতিবার নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি বলে চিহ্নিত এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকার। আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, তাতে একাধিক আই এস নেতা, সদস্যের মৃত্যু হয়েছে। তবে আমেরিকা দাবি করেছে, নাইজেরিয়ার সরকারের অনুরোধেই এই হামলা চালানো হয়েছে। প্রায় ১৫ বছর ধরে নাইজেরিয়ার বোকো হারাম ও আইএসের হামসলায় কমপক্ষে ৫০ হাজার জনের মৃত্যু হয়েছে। ৩০ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। গত কয়েক মাসে একাধিক স্কুলে হামলা চালিয়ে ছাত্রছাত্রী-শিক্ষকদের অপহরণ করা হয়েছে। অধিকাংশ মিশনারি স্কুল। তার পরেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নাইজেরিয়ার খ্রিষ্টানদের উপরে হামলা বন্ধ না হলে কড়া জবাব দেওয়া হবে।