আমুদরিয়া নিউজ : জয়পুরে সিকিমের বিরুদ্ধে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংসের পর দু’দিনের মধ্যেই চরম বিপরীত ছবি। বিজয় হাজারে ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরলেন রোহিত শর্মা। ২৫ বছরের পেসার দেবেন্দ্র সিং বোরার নিখুঁত ডেলিভারিতে ক্যাচ ধরেন জগমোহন নাগরকোটি। লিস্ট ‘এ’ কেরিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ভারতের তারকা ব্যাটারকে আউট করে আলোচনায় বরা। এর আগে টুর্নামেন্টে ৪/৪৪ ও উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাসের প্রমাণ। রোহিতের জন্য হতাশা, আর বোরার জন্য স্বপ্নের শুরু।