আমুদরিয়া নিউজ : বিতর্কের জেরে নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহারের ২৪ ঘণ্টার মধ্যেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। আগামী বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক আবুল হাসান।
গত সোমবার নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র আত্মপ্রকাশ করেন হুমায়ুন কবীর। সেই দিনই তিনি ১০টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকায় কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলান হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীরের দাবি, নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি দেখে তিনি মনে করেন, বিধানসভার মতো পবিত্র জায়গার জন্য তিনি উপযুক্ত নন। সেই কারণেই দ্রুত তাঁর নাম প্রত্যাহার করা হয়। হুমায়ুন আরও জানান, নিশাকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না; এক পরিচিতের সুপারিশেই তাঁর নাম প্রার্থী তালিকায় রাখা হয়েছিল।
অন্যদিকে, নিশা চট্টোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ার ভিডিও নয়, বরং ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশ্যে মুখ খুলে নিশা বলেন, “হুমায়ুন চাচাই আমাকে প্রার্থী হতে বলেছিলেন। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ করে আমার ভিডিও নিয়ে বিতর্ক শুরু হলো, আমি কিছুই বুঝতে পারছি না।”
নিশার আরও অভিযোগ, নাম প্রত্যাহারের পর থেকেই তাঁকে কটাক্ষ, প্রশ্ন ও সামাজিক চাপের মুখে পড়তে হচ্ছে। গোটা ঘটনায় জনতা উন্নয়ন পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ভিডিও বিতর্কের আড়ালে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে কি না, তা নিয়েও জোর আলোচনা চলছে।