আমুদরিয়া নিউজ : রাষ্ট্রসংঘ সমর্থিত একটি ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি), ঘোষণা করেছে যে, গাজায় আর দুর্ভিক্ষ নেই। ইসরায়েল ও হামাসের মধ্যে অক্টোবরে সম্মত যুদ্ধবিরতির পর উপত্যকাটিতে মানবিক সহায়তার প্রবাহের ফলেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এই সংস্থাটি আগস্টে বলেছিল যে, গাজার কিছু অংশে ‘মানব সৃষ্ট’ দুর্ভিক্ষ চলছে। তবে সংস্থাটি এও উল্লেখ করেছে যে, এই উন্নতি সত্ত্বেও গাজার বেশিরভাগ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আইপিসি-র প্রতিবেদনের প্রতিক্রিয়ায় রাষ্ট্রসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, আইপিসিও স্বীকার করতে বাধ্য হয়েছে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তিনি আরও যোগ করেন যে, প্রতিদিন শত শত সাহায্যবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করছে।