আমুদরিয়া নিউজ : আইআইটি বম্বের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, সন্ত্রাস মোকাবিলায় স্বল্পমেয়াদি তীব্র সংঘর্ষ থেকে শুরু করে দীর্ঘস্থায়ী যুদ্ধ—সব পরিস্থিতির জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে। সরাসরি নাম না নিলেও তাঁর বক্তব্যে পাকিস্তান ও চিনের দিকেই ইঙ্গিত ছিল। আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক বলে মন্তব্য করেন সিডিএস।