আমুদরিয়া নিউজ : দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের বাইরে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভের ছবি ধরা পড়ল। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলেই এই বিক্ষোভের সূচনা। ঘটনায় বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হোক। তাঁরা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছেও কূটনৈতিক স্তরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান। পরিস্থিতি সামাল দিতে হাইকমিশনের সামনে আগে থেকেই পুলিশ ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
বিক্ষোভ চলাকালীন কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেই সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সামান্য ধস্তাধস্তি হয়। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।