আমুদরিয়া নিউজ : বিতর্কিত এপস্টাইন ফাইল প্রকাশ্যে আসতেই আলোচনায় এসেছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক তৈলমর্দনের কথা। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে ‘ম্যাসাজ টেকনিকস’ শিরোনামে তিলের তেল দিয়ে দেহমর্দনের উপকারিতা এবং সচিত্র বর্ণনার কথা উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, প্রায় ৫,০০০ বছরের পুরনো ভারতীয় আয়ুর্বেদিক পদ্ধতিতে তেল মালিশের মাধ্যমে ক্লান্তি ও নেশাজনিত অস্বস্তি কাটিয়ে শরীরকে সতেজ করা সম্ভব। পশ্চিমী দেশগুলিতে এই ধরনের ম্যাসাজ থেরাপির প্রয়োগের কথাও নথিতে রয়েছে।
উল্লেখ্য, শিশু-কিশোরী পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টাইন ২০১৯ সালে ম্যানহাটন জেলে আত্মহত্যা করেন। তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ নিয়েও বিতর্ক রয়েছে। সম্প্রতি সেই সব নথি প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে।