আমুদরিয়া নিউজ : আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জেফ্রি এপস্টাইন সংক্রান্ত সরকারি নথি প্রকাশের সময় মার্কিন বিচার বিভাগ একটি ছবিতে থাকা ট্রাম্পের ছবি সরিয়ে দেয়। তা নিয়ে বিরোধী দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর চাপের মুখে বিচার বিভাগ আবার সেই ছবি প্রকাশ করে। কর্তৃপক্ষ জানায়, শুরুতে এপস্টাইন কাণ্ডের ভুক্তভোগীদের পরিচয় রক্ষা করার জন্যই ছবিটি সরানো হয়েছিল। এর সঙ্গে ট্রাম্পের রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের। তবে ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে ছবিটি লুকানো হয়েছিল। ছবিতে ট্রাম্পকে এপস্টিন ও তাঁর সহযোগীদের সঙ্গে দেখা যায়।