আমুদরিয়া নিউজ : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকারসডাল এলাকায় এক ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গভীর রাতে একটি পানশালার সামনে কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী গুলি চালায়। এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। কেন এই গুলি চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।