আমুদরিয়া নিউজ : ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অন্তত ২০০ কোটি ডলারে সামরিক অস্ত্র চুক্তি হয়েছে বলে ফরাসি সংবাদ মাধ্যম দাবি করেছে। ইন্টেলিজেন্স অনলাইন নামের সংস্থাটির দাবি, ইসরায়েলের খ্যাতনামা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে চুক্তিটি হয়েছে। গত মাসে এলবিট বিপুল টাকার অস্ত্র বিক্রির কথা ঘোষমা করেছে। কিন্তু, কে কিনেছে তা জানায়নি। অনলাইন সংবাদ সংস্থা দাবি করেছে, তারা জানতে পেরেছে ক্রেতা হল সংযুক্ত আরব আমিরশাহী।