আমুদরিয়া নিউজ : উইকিলিকসের কর্ণধার জুলিয়ান আসাঞ্জ এবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইজরায়েলের গাজায় অভিযানের সমর্থনকারী, আমেরিকার ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনকে মদত দিয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। তা হলে তাঁকে কেন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে, এই প্রশ্ন আসাঞ্জের। তিনি সুইডেনে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা করেছেন। মনে রাখা দরকার আসাঞ্জ ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠার পরে ২০১০ সালে আমেরিকার সেনা গোয়েন্দা তথ্য ফাঁস করে বিশ্বে শোরগোল ফেলেন। আসাঞ্জের বক্তব্য, নোবেল শান্তি পুরস্কার কে পাবেন তা আলফ্রেড নোবেল উইলে লিখে গিয়েছেন। সেই অনুসারে, শান্তি পুরস্কার দেওয়া হবে এমন ব্যক্তি বা সংস্থাকে, যিনি বা যাঁরা মানবতার কল্যাণে এবং জাতির মধ্যে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।