আমুদরিয়া নিউজ : ফুটবল তারকা লিওনেল মেসির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের ফুটবলপ্রেমীদের উদ্দেশে করা ওই পোস্টে ‘A Satadru Dutta Initiative’ কথাটি উল্লেখ থাকায় নজর কেড়েছে বিষয়টি। উল্লেখ্য, এই শতদ্রু দত্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
মেসি তার পোস্টে ভারতে ফুটবল সফরের অভিজ্ঞতা, সমর্থকদের ভালোবাসা ও আতিথেয়তার কথা তুলে ধরেন। তবে পোস্টে শতদ্রু দত্তের নাম থাকায় অনেকেই এটিকে তাঁর উদ্যোগের প্রতি মেসির স্বীকৃতি হিসেবে দেখছেন। অন্যদিকে, শতদ্রু দত্ত পুলিশি হেফাজতে থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি শুধুই একটি ইভেন্ট সংক্রান্ত উল্লেখ, আবার কেউ বিষয়টিকে আলাদা দৃষ্টিতে দেখছেন। পুরো বিষয়টি নিয়ে ক্রীড়া ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।