আমুদরিয়া নিউজ : বাংলাদেশে বর্ষীয়ান সাংবাদিক আনিস আলমগীর’কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ও আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে কিছু প্রকাশ্য বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় কর্মকাণ্ডকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো গ্রেফতারটিকে মত প্রকাশের স্বাধীনতা ও প্রেসের স্বাধীনতা দমন হিসেবে উল্লেখ করেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারের কাছে আহ্বান জানিয়েছে, সাংবাদিকদের উপর এ ধরনের মামলা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় এবং আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তারা সতর্ক করেছে, নির্বাচনের ঠিক আগে সাংবাদিকদের হুমকি ও গ্রেফতার দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ।
আনিস আলমগীরও বলেন, তিনি সাংবাদিক হিসেবে সমাজের সমস্যা তুলে ধরা এবং ক্ষমতাকে প্রশ্ন করা তার পেশাগত কর্তব্য।