আমুদরিয়া নিউজ : আমেরিকায় প্যালেস্টাইনের পাসপোর্টধারী এবং আরও ৭টি দেশের নাগরিকদের প্রবেশনিষিদ্ধ করা হল। ২০২৬ সালের ১ জানুারি থেকে ওই সিদ্ধান্ত কার্কর হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গত নভেম্বরের শেষদিকে আমেরিকা ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সেই দেশগুলো হল, আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।