আমুদরিয়া নিউজ : এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় দেড় মাস পর মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১। বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম। খসড়া ভোটার তালিকা এবং বাদ পড়া ভোটারদের তালিকা আলাদা করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা দেখতে voters.eci.gov.in অথবা electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে সার্চ করা যাবে। এছাড়াও গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নির্বাচন কমিশনের ECINET অ্যাপ ডাউনলোড করে ‘Search Your Name’ অপশনে ক্লিক করেও খোঁজ নেওয়া সম্ভব।
খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।