আমুদরিয়া নিউজ : ব্রিটেনের প্রথম সারির সংবাদ মাধ্যম বিবিসি-র বিরুদ্ধে ৫০০ কোটি ডলার মানহানির মামলা দায়ের করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ভারতীয় টাকায় প্রায় ৭০ হাজার কোটি টাকা। ট্রাম্পের অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হারের পরে ক্যাপিটল হিলসে য়ে হামলা হয় তার নির্দেশ তিনি দিয়েছিলেন বলে প্রচার করেছে বিবিসি। এটা মিথ্যে বলে দাবি করে ট্রাম্প মানহানির জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। ১৫ ডিসেম্বর, সোমবার মানহানির মামলা করেছেন তিনি। ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন। ট্রাম্প অভিযোগ করেছিলেন, নির্বাচনে কারচুপি করে তাকে হারানো হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলা হলে কয়েকজনের মৃত্যু হয়। বিবিসি এখনও প্রতিক্রিয়া জানায়নি।