আমুদরিয়া নিউজ : আমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই চর্চা শুরু হয়েছিল। বলা হয়েছিল কর্মী সংখ্যা বৃদ্ধির কথা। এবার সেই পথে হাঁটলো ছটি বিমান সংস্থা। নিয়োগ করা হল প্রায় ১৪ হাজার পাইলট। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল সংসদে একথা জানান। সংসদে মন্ত্রী জানান, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, আকাসা এয়ার, স্পাইসজেট এবং অ্যালায়েন্স এয়ার—এই ছ’টি সংস্থায় সবচেয়ে বেশি পাইলট আছে এয়ার ইন্ডিয়ায়। এরপর ইন্ডিগোতে পাঁচ হাজারের বেশি পাইলট কাজ করছেন। এর মধ্যে এয়ার ইন্ডিয়া নিয়োগ করেছে ৬৩৫০ জনকে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে নিয়োগ হয়েছেন ১৫৯২ জন। আকাশ এয়ারে ৪৬৬ জন এবং স্পাইসজেটে ৩৮৫ জন পাইলট নিয়োগ করা হয়েছে। অ্যালায়েন্স এয়ারে নিয়োগ করা হয়েছে ১১১ জন পাইলটকে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইন্ডিগোও ৫,০৮৫ জন পাইলট নিয়োগ করেছে।