আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদের বেলডাঙায় বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য রাখা ১১টি দানবাক্সে বিপুল অর্থ জমা পড়েছে। ইতিমধ্যে চারটি বাক্স ও একটি বস্তা খুলে পাওয়া গেছে ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা নগদ। পাশাপাশি কিউআর কোড স্ক্যান করে অনলাইনে এসেছে আরও ৯৩ লক্ষ টাকা। মোট অনুদান কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে বলে দাবি ঘনিষ্ঠ মহলের। রবিবার সন্ধে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩০ জন টাকা গণনার কাজে যুক্ত ছিলেন এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য লাইভ সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করে হুমায়ুন দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড হন। সেই দিন সভাস্থলে ছিল ৪০ হাজার মানুষের ভিড় ও ১১টি দানবাক্স। হুমায়ুন ঘোষণা করেছেন—২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন এবং ১৩৫টি আসনে লড়াই করবেন। বেলডাঙায় মসজিদ নির্মাণের কাজ তিনি চালিয়ে যাবেন বলেও স্পষ্ট বার্তা দেন।