আমুদরিয়া নিউজ : মেক্সিকোয় থানার সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা। শনিবার বেলা ১১টার দিকে ওই বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন পুলিশকর্মী। বিস্ফোরণে জখম হয়েছে অন্তত ৩ জন। মেক্সিকোর সরকারি সূত্র জানিয়েছে, উপকূলবর্তী শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনে গাড়ি বিস্ফোরণ হয়। মাদক কারবারিরা আড়ালে রয়েছে বলে পুলিশের সন্দেহ।