আমুদরিয়া নিউজ : গাজায় হামাসের তৈরি করা সুড়ঙ্গে আটকে থাকা অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করল ইজরায়েলি সেনা। দক্ষিণ গাজার ওই রাফা এলাকা এখন ইজরায়েলের দখলে। সেখানে সুড়ঙ্গে ২০০ হামাস সদস্য আটকে পড়েন। একাংশ বেরোতে পারলেও বাকিরা ভেতরে রয়েছেন। তাদেরই ৪০ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েল। এই নিয়ে মানবাধিকার সংস্থাগুলি নিন্দা করেছে।