আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার সন্ধেয় ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে নিজের গাড়িতে মোদী নিয়ে গিয়েছেন তাঁর বাসভবনে। সেখানে একান্তে দুজনের কথাবার্তা হয়েছে। আজ, দুপুরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে কি কি সিদ্ধান্ত হয় সে দিকে তাকিয়ে রয়েছে প্রায় গোটা বিশ্বই। কারণ, রাশিয়া ও ভারতের সুসম্পর্ক বহু বছর থেকেই। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধের জন্য চাপ তৈরির চেষ্টা করেন। তাতেওএ ভারত তেল কেনা বন্ধ করেনি। সেই প্রসঙ্গ টেনে পুতিন ভারত সফরে এসে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, পশ্চিমী নিষেধাজ্ঞা ভারত–রাশিয়া সম্পর্কে এতটুকুও চিড় ধরাতে পারেনি।